কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত।

স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে কাঁদল সারা বিশ্বের বাঙালি!

কুদরত উল্লাহ
সহ-সম্পাদক, বিনোদন
প্রকাশিত: ১৬ জুন ২০১৭, ১৬:২৭
আপডেট: ১৬ জুন ২০১৭, ১৬:২৭

(প্রিয়.কম) বর্তমান সময়ের স্বল্পদৈর্ঘ্য চলিচ্চত্র হর হামেশাই নির্মিত হচ্ছে। তবে বেশির ভাগ চলচ্চিত্ররই কোন আলোচনায় আসে না। কিন্তু এবার অনলাইন ভিত্তিক একটি স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র আলোচিত হলো সারা বিশ্বের বাঙালিদের কাছে। রিসালাত শামীম অমি’র পরিচালনায় এটরি নাম ‘বাবাদের ঈদ’।
আসন্ন বাবা দিবস ও ঈদ প্রায় একসঙ্গে উদযাপিত হবে তাই এ স্বল্পর্দৈঘ্য চলচ্চিত্রটি গত ১২ জুন ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রকাশ করার পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় অনলাইন দুনিয়াতে। তবে বেশির ভাগ মানুষই চলচ্চিত্রটি দেখে কেঁদেছেন। কারণ এতে সন্তানের জন্য বাবারা যে ত্যাগ স্বীকার করেন তা স্পষ্ট ফুটে উঠেছে। এটা নিয়েই বেশ আলোচনায় আসলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

যিনি চলচ্চিত্রটিতে বাবা চরিত্রে অভিনয় করছেন। এমনিতেই তিনি একজন তুখোর অভিনেতা। তার উপর এই স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় দেখে বাবু’র অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক। এতে আরো অভিনয় করেছেন তানভীর রিজভী ও শরিফুল ইসলাম। অলিম্পিক এনার্জি প্লাস এর নিবেদিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন নিচের এই লিংকে।

 প্রিয় বিনোদন/গোরা