কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেলাল চৌধুরী। ছবি: সংগৃহীত।

বেলাল চৌধুরীর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিবে মেডিকেল বোর্ড

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭, ১৭:২৪
আপডেট: ২৭ আগস্ট ২০১৭, ১৭:২৪

(প্রিয়.কম) ষাট দশকের অন্যতক কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ। গত বুধবার (২৩ আগস্ট) সকালে ক্রমাগত বমি এবং অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতালে ভর্তি করান।

অনেকদিন যাবতই কবি বেলাল চৌধুরী কিডনি, সেফটিসেমিয়া, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত রয়েছেন। বিশিষ্ট এই কবির সর্বশেষ অবস্থা জানতে তার পুত্র আবদুল্লাহ প্রতীক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- বাবার শারীরিক অবস্থা ভালো নয়, কথাও বন্ধ হয়ে গেছে। 

আনোয়ার খান মর্ডান মেডিকেলে অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে থাকা বেলাল চৌধুরীর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ একটি মেডিকেল বোর্ড গঠন করার কথা রয়েছে। মেডিকেল বোর্ডই তার অবস্থা বুঝে চিকিৎসার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিবে।

বাংলাদেশের সাহিত্যে বিশেষ অবদানের জন্য ষাটের জনপ্রিয় এই কবি বাংলা সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

প্রিয় বিনোদন/শামীমা সীমা