কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কার্প প্রজাতির মাছটিতে যিশুর মুখের আদল দেখতে পাচ্ছেন অনেকেই। ছবি: মিরর.ইউকে

মাছের মাথায় যিশুর মুখ!

জাহিদুল ইসলাম জন
জ্যেষ্ঠ সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৯:২০
আপডেট: ১২ নভেম্বর ২০১৭, ১৯:২০


(প্রিয়.কম) একটি মাছের মাথায় যিশুখ্রিস্টের শশ্রুমণ্ডিত মুখের আদল দেখতে পাওয়া গেছে বলে দাবি উঠেছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা ৫৫ বছর বয়সী হেলেন বার্লো নটকাটস অ্যাস্টন গার্ডেন সেন্টারে হাটার সময় কার্প জাতীয় মাছটিকে প্রথম দেখেন। কয়েকটি ছবি তুলে তিনি চার বছরের নাতি হ্যারিকে পাঠান। কিন্তু বাড়িতে পৌছে দেখেন হ্যারি ছবিতে কিছু একটা চিহ্নিত করে রেখেছে। অনলাইনে এই ছবি পোস্ট করার পরই নানারকম সদৃশ খুঁজতে থাকেন মন্তব্যকারীরা।

কেউ এটাকে যিশুর দাড়িভর্তি মুখের সঙ্গে তুলনা করেন, কেউ আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা স্পানিশ ফুটবল কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পান।

এরপরই দর্শণার্থীরা ওই মাছের সঙ্গে সেলফি তুলতে ভিড় করতে থাকেন বলে জানান ওই সেন্টারের ম্যানেজার।

মাছটির সঙ্গে সেলফি তুলতে ভিড় করছেন দর্শণার্থীরা। ছবি মিরর.ইউকে

মাছটির সঙ্গে সেলফি তুলতে ভিড় করছেন অনেকেই।ছবি: মিরর.ইউকে

তিন সন্তানের মা হেলেন বলেন, ‘আমি খানিকটা বেখেয়ালি হয়ে ছবি তুলেছিলাম। বড় আকৃতির মাছটি দেখে আমার নাতি খুশি হবে ভেবেই ছবিটি তুলেছিলাম। প্রথমে আমি সেভাবে এটি খেয়ালই করিনি। স্বাভাবিকভাবে অন্য মাছের মতো এটিও আমার কাছে খাবার পাওয়ার জন্য এসেছিলো।’

হেলেনের তোলা ছবির পরই বিখ্যাত হয়ে যায় মাছটি। নটকাটস অ্যাস্টন পার্কের ম্যানেজার কাথ মিশেল বলেন, ‘আশা করছি সেলিব্রেটি হয়ে যাওয়া মাছটি নিজের মাথায় বিখ্যাত হয়ে যাওয়ার বিষয়টি স্থান দেয়নি!’