কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: প্রিয়.কম

সিরিজ জিততে চট্টগ্রামে উড়লো বাংলাদেশ দল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

(প্রিয়.কম) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় তুলে নিতে শুক্রবার চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্টিভেন স্মিথদের বিপক্ষে ২০ রানের জয় পায় বাংলাদেশ।

ঢাকা থেকে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন মুশফিক-সাকিবরা। একই ফ্লাইটে রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে চার সেপ্টেম্বর থেকে। এই ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই চট্টগ্রামে রওয়ানা দিয়েছে মুশফিকবাহিনী।

চট্টগ্রামে পৌঁছে ঈদের দিন অর্থাৎ, দুই তারিখে দুপুর দুইটায় অনুশীলন করার কথা রয়েছে স্মিথদের। এদিন কোন অনুশীলনে যাবে না বাংলাদেশ।