কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চান্দিকা হাতুরুসিংহে ও আকরাম খান (ইনসেটে)। ছবি: প্রিয়.কম

‘আমরা এখনও দ্বিধায় আছি’

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৫
আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৫

(প্রিয়.কম) গত ৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চান্দিকা হাতুরুসিংহে। জানা গেছে, শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রস্তাব পাওয়ায় বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই লঙ্কান কোচ। দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়েও আলোচনা চলছে। তবে হাতুরুসিংহের পদত্যাগের কারণ নিয়ে এখনও দ্বিধায় বিসিবি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর পেরিয়ে গেছে এক সপ্তাহের বেশি সময়। কিন্তু এখন পর্যন্ত হাতুরুসিংহের পদত্যাগের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিসিবি। শনিবার (১৮ নভেম্বর) এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, হাতুরুসিংহের কাছ থেকে যেটা জানা যাবে সেটাই চূড়ান্ত কথা।

এ প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, 'আসলে আমরা এখনো দ্বিধায় আছি। আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। ২-১ দিনের মধ্যে হাথুরুসিংহের আসার কথা। যদি ও আসে, তারপরও ওর সঙ্গে বসে বিষয়টা চুড়ান্ত হবে। এই মুহূর্তে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে শ্রীলঙ্কায় যাবে, কেউ বলছে অস্ট্রেলিয়াতে থাকবে। পারিবারিক সমস্যার জন্য চাকরিটা করতে চাচ্ছে না। অনেক কিছুই শোনা যাচ্ছে। আমরা ওর কাছ থেকে যেটাই জানব, সেটা আসলে চূড়ান্ত কথা। এজন্য আমরা ওর আসার অপেক্ষায় আছি।'

কবে ফুরাবে বিসিবি এই অপেক্ষা? কবে আসবেন হাতুরুসিংহে? এই প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, 'এই মুহুর্তে বলাটা কঠিন। আমাদের সিওই (প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন) ওর সঙ্গে কথা বলেছে। হয়তোবা ২-৩ দিনের মধ্যে ও আসবে।'

বাংলাদেশের পরবর্তী কোচ হিসেবে ভেসে বেড়াচ্ছে অনেকের নাম। চান্দিকা হাতুরুসিংহের উত্তরসূরি হিসেবে ইতোমধ্যেই মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলির নাম আলোচনায় উঠে এসেছে। তবে আকরাম খান জানালেন, হাতুরুসিংহের সঙ্গে কথা বলার আগে এসব বিষয়ে মাথা ঘামাচ্ছে না বিসিবি। বলেন, 'আমরা এখনো কোন আলাপ আলোচনায় যাইনি। আমরা হাতুরুসিংহের আসার অপেক্ষায় আছি। তার সঙ্গে কথা বার্তা বলার পর, এই বিষয়ে চিন্তা ভাবনা করব।'

সাকিব-তামিমদের পরবর্তী কোচ যেই হোক না কেন, তাকে নিয়োগের ক্ষেত্রে সময় নিচ্ছে বিসিবি। নতুন কোচ না পাওয়া স্থানীয় কোচ দিয়েই কাজ চালানোর সিদ্ধান্ত বিসিবির। সেটা আরও একবার মনে করিয়ে দিলেন আকরাম খান, 'হাতুরুসিংহেকে অনুরোধ করা হবে শ্রীলঙ্কা সিরিজটার জন্য। কিংবা যতদিন ওকে রাখতে পারি। এটাও নির্ভর করে ওর সঙ্গে আলোচনা কেমন হয়, তার উপর। ও যদি না থাকে তাহলে আমাদের হাতে খুব একটা সময় নেই। ভালো কোচ খুঁজতে আমাদের সময় লাগবে। যতদিন পর্যন্ত না পাব, স্থানীয় কোচরাই কাজ চালাবে।'

প্রিয় স্পোর্টস/কামরুল