কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিঙ্গভিত্তিক বেতন বৈষম্যের অভিযোগ এনে বিবিসির চীন সম্পাদকের পদ ছাড়লেন ক্যারি গ্রেসি। ছবি: সংগৃহীত

বেতন বৈষম্যের অভিযোগে পদ ছাড়লেন বিবিসির সাংবাদিক

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৮, ১০:১৪
আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮, ১০:১৪

(প্রিয়.কম) পুরুষ সহকর্মীদের তুলনায় বেতন কম পাওয়ার অভিযোগ এনে পদত্যাগ করেছেন বিবিসির চীন সম্পাদক ক্যারি গ্রেসি

এক খোলা চিঠিতে গ্রেসি তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

বিবিসির খবরে জানানো হয়, একই পদে পুরুষ সহকর্মীর চেয়ে বেতন কম বলে অভিযোগ করেন গ্রেসি। খোলা চিঠিতে তিনি লিখেছেন, বিবিসির 'গোপনীয় ও অবৈধ' বেতন সংস্কৃতি রয়েছে। তিনি জানান, তার আয়ের তুলনায় একজন পুরুষ সহকর্মী দেড় লাখ পাউন্ড বেশি বেতন পান।

তবে বিবিসি কর্তৃপক্ষের ভাষ্য, নারীদের বিরুদ্ধে কোনো কাঠামোগত বৈষম্য নেই প্রতিষ্ঠানে। 

চীনের সম্পাদক পদ ছাড়লেও গ্রেসি পুরোপুরি বিবিসি ছেড়ে যাচ্ছেন না। তিনি বিবিসিতে সাবেক কর্মস্থল টিভি নিউজরুমে ফিরে যাচ্ছেন। তিনি মনে করছেন, নিউজরুমে  বেতন বৈষম্য নেই। 

২০১৭ সালের জুলাইয়ে বিবিসি সব কর্মীদের (যাদের বাৎসরিক আয় দেড় লাখ পাউন্ডের বেশি) বেতন প্রকাশ করতে বাধ্য করে। আর সে সময় গ্রেসি লক্ষ্য করেন, বিবিসির দুজন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তাদের সহকর্মী নারীদের তুলনায় ৫০ শতাংশ বেশি আয় করেন। 

গ্রেসির মতে, তিনি যথেষ্ট বেতন পেলেও বৈষম্য দেখতে চান না।  

বিবিসির অন্যতম আলোচিত সাংবাদিক ক্যারি গ্রেসি ৩০ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। 

প্রিয় সংবাদ/ফারজানা