কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আনোয়ার হোসেন। ছবি: ফোকাস বাংলা

দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:১৫
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:১৫

(প্রিয়.কম) দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বেলকম শহরে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।

নিহতের পরিবার জানায়, আনোয়ার হোসেন ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে দোকানের কাউন্টারে বসার পরই সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আনোয়ারের মৃত্যু হয়। দাবীকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ ছিল বলেও জানায় তারা।

পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আনোয়ার হোসেনের মৃতদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে।

প্রিয় সংবাদ/শান্ত