কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

কুয়েতে দুই গ্রুপের সংঘর্ষে বাংলাদেশি নিহত, আহত ৩

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৭, ১৩:৪৪
আপডেট: ০২ আগস্ট ২০১৭, ১৩:৪৪

(প্রিয়.কম) কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

২ আগস্ট মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত বাংলাদেশির নাম আবদুর রউফ। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায়। সংঘর্ষে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। 

নাম না প্রকাশ করার শর্তে একজন কুয়েত প্রবাসী জানান, মঙ্গলবার রাতে আবদুর রউফকে বাসা থেকে ডেকে নিয়ে যান ১০-১২ জন বাংলাদেশি। হাসাবিয়া শহরের একটি সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কা-তর্কির এক পর্যায়ে রউফকে রড দিয়ে পেটানো শুরু করেন তারা। এতে রউফের মৃত্যু হয়।

কয়েকজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গুটিকয়েক মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কুয়েতের প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি। এছাড়াও তাদের কারণে প্রবাসে দেশের সুনাম নষ্ট হচ্ছে।