কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

একাদশে তামিম, বোলিংয়ে বাংলাদেশ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৪৮
আপডেট: ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৪৮

(প্রিয়.কম) টেস্ট সিরিজের পর প্রথম ওয়ানডেতেও অসহায় হার। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বুধবার প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পার্লের বোল্যান্ড পার্কে এদিন টসে জয়লাভ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত বাংলাদেশের।

ইনজুরি কারণে প্রথম ম্যাচে দলের বাইরে থাকা তামিম ইকবাল ফিরছেন। তবে তামিম ফিরলেও এদিন একাদশ থেকে ছিটকে গেছেন প্রথম ওয়ানডেতে অভিষেক ঘটা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া ইনজুরিতে পড়া ডেভিড মিলারের জায়গায় প্রোটিয়া দলে ফিরেছেন ফারহান বেহারদিয়েন।

পার্লের বোল্যান্ড পার্কে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালের জানুয়ারিতে। সবশেষ ২০১৩ সালে বোলান্ড পার্কে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। নিউজিল্যান্ড খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত দুই দশকে এই মাঠে মাত্র দশম আন্তর্জাতিক ম্যাচ এটি। বাংলাদেশ এখানে খেলছে এই প্রথমবার। এই মাঠে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকারও।

সেক্ষেত্রে মাঠটি এক প্রকার নিরপেক্ষ ভেন্যুর মতোই। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বাংলাদেশ। ম্যাচের আগে তুমুল আলোচনা-সমালোচনায় বোল্যান্ড পার্কের আউটফিল্ড। মাঠের জায়গায় জায়গায় ঘাস উঠে মাটি বের হয়ে আছে। যা ক্রিকেটারদের ফিল্ডিংয়ের জন্য ভীতির কারণ হতে পারে।
বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, ইমরান তাহির।