কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন লঙ্কানদের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। ছবি: প্রিয়.কম

‘হাতুরুসিংহে নয়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ’

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫০
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

(প্রিয়.কম) চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ড্রেসিংরুমে থাকার কথা ছিল চান্দিকা হাতুরুসিংহের। কিন্তু তা আর হলো কোথায়? শুক্রবার (১৯ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তখন হাতুরুসিংহে থাকবেন লঙ্কানদের ড্রেসিংরুমে। অনেকেরই ধারণা, বাংলাদেশের অদৃশ্য 'প্রতিপক্ষ' হয়ে উঠতে পারেন তিনি। তবে বিষয়টিকে ভিন্নদৃষ্টিতে দেখছেন লঙ্কানদের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। তিনি জানান, হাতুরুসিংহে নয়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশের সাবেক এই ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি না, বাংলাদেশ হাতুরুসিংহের বিপক্ষে খেলবে। আগামীকালের ম্যাচে শ্রীলঙ্কা দল বাংলাদেশের প্রতিপক্ষ। আমি মনে করি, কালকের ম্যাচে এই বিষয়গুলো কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না।' 

২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাতুরুসিংহে। এরপর প্রায় সাড়ে তিন বছরের মতো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ছিলেন এই লঙ্কান কোচ। এ সময় বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বাংলাদেশের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো তার অজানা নয়। বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলতে এটুকুই যথেষ্ঠ। কিন্তু সামারাবিরা মনে করেন তাতে কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না লঙ্কানরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি না, শ্রীলঙ্কা কোনো বাড়তি সুবিধা পাচ্ছে। বিশ্ব ক্রিকেটে এখন কোনো গোপনীয়তা নেই। ক্রিকেটাররা ইদানীং প্রচুর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট খেলছে এবং ড্রেসিংরুম ভাগাভাগি করে নিচ্ছে।'

২০১৭ সালের নভেম্বরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন দীর্ঘদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো সামারাবিরা। এবার নতুন শিষ্যদের প্রতিপক্ষ তার সাবেক শিষ্যরা। দীর্ঘদিন পর মিরপুর হোম অব ক্রিকেটে ফিরতে পেরে যেমন উচ্ছ্বাসিত তেমনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন জানিয়ে সামারাবিরা বলেন, 'আশা করছি ভালো একটা ম্যাচ হবে। দীর্ঘ ১৮ মাস পর মিরপুরে ফিরে এসে বেশ ভালোই লাগছে। চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। দুই একটা ম্যাচে ফলাফল বিপক্ষে যেতে পারে। তবে সেখান থেকেও শেখার আছে অনেক কিছু। পরের ম্যাচে আমরা সেরাটা খেলে ভালো কিছু করব বলে আমার বিশ্বাস।'

প্রিয় স্পোর্টস/কেএফ