কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেনোনিতে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

রুবেলকে ছাড়াই দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৮
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৮

(প্রিয়.কম) সাদা পোশাকে ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর সুখ স্মৃতি নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। তার আগে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল।

তিনদিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ দুপুর দুইটায় মাঠে নামবে দু’দল। তবে ১৫ সদস্যর বাংলাদেশ স্কোয়াডে থাকলেও প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না পাওয়ায় এখনও দেশ ছাড়তে পারেননি রুবেল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী, প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকা পৌছাবেন রুবেল!

এদিকে দক্ষিণ আফ্রিকা সফর যে কোনও দলের জন্যই কঠিন পরীক্ষা। প্রায় দেড় মাসের (৪৩ দিন) সফরে মুশফিক-মাহমুদউল্লাহদেরও যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক যথেষ্ট আত্মবিশ্বাসী। মুশফিকের কণ্ঠে, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়।  

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমি মনে করি, এটা একটা সেরা সিরিজ হবে। আমরা চাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে। গত দুই বছর ধরে তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ ভালো খেলছে। দেশের মাটিতে আমরা অনেক আত্মবিশ্বাসী দল। কিছুদিন আগে আমরা অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছি। যদিও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আমাদের কাজটা সহজ হবে না। তারপরও আমি মনে করি, আমরা নিজেদের তুলে ধরতে পারবো। দলের সবার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।’

শুধু দেশেই নয়, সাম্প্রতিককালে দেশের বাইরেও বাংলাদেশ দলের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো। গত মার্চে শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক শততম টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার প্রোটিয়াদের মাটিতেও ভালো করার লক্ষ্য অধিনায়ক মুশফিকের, ‘আমরা দেশের বাইরেও ভাল করতে চাই। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলে তরুণ ক্রিকেটারদের খুব ভালো অভিজ্ঞতা হবে, তারা নিজেদের ভালোভাবে প্রয়োগ করার সুযোগ পাবে। আমাদের জন্য দারুণ একটা সিরিজ অপেক্ষা করছে।’

প্রস্তুতি ম্যাচ শেষে পচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ব্লোয়েমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ছয় অক্টোবর। টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। পার্লে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

সবশেষে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সাকিব-তামিমরা। ব্লোয়েমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। আর পচেফস্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ‍শুভাশিস রায়।

দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

প্রিয় স্পোর্টস/আশরাফ