কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচের মধ্যকার একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বাজিমাত

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৩
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৩

(প্রিয়.কম) উদ্বোধনী ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও প্রথম ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের যুবারা। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এদিন ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। নবম মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সৈকত মাহমুদ মুন্না। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক জাফর ইকবাল। তার জোড়া গোলেই ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল রহমত-মাহবুবরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক হয়ে খেলে বাংলাদেশ। পেয়েছে গোল করার সুযোগও। কিন্তু সে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। অন্যদিকে ব্যবধান কমাতে পারেনি মালদ্বীপও। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। দুই জয়ে সমান ছয় পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক ভুটান। আগামী ২৫ সেপ্টেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশি যুবারা। বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ২৭ সেপ্টেম্বর স্বাগতিক ভুটানের বিপক্ষে।

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ