কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তামিম ইকবাল। ছবি: প্রিয়.কম

তামিমকে নিয়ে ইনজুরি শঙ্কায় বাংলাদেশ

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০১
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০১

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে মুশফিকুর রহিমের দল। এদিন সৌম্য সরকারকে নিয়ে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ইকবাল। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন বাঁ-হাতি এই ওপেনার।

প্রথম বলে চার হাকানোর পর ব্যক্তিগত পাঁচ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। প্রথম মনে হয়েছিলো স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন তামিম। কিন্তু তামিমের মাঠ ছাড়ার কারণ ইনজুরি। জানা গেছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে ব্যাট করার সময় তামিমের মাংসপেশিতে টান পড়েছে। এজন্য মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

আগামী ২৮ আগস্ট মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কিন্তু টেস্ট শুরু হওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে রীতিমত দুঃশ্চিন্তায় বাংলাদেশ দল। তবে এমন দুঃশ্চিন্তার মধ্যে বাংলাদেশি সমর্থকদের আশার বাণী শোনাচ্ছে টিম ম্যানেজমেন্ট। জানিয়েছে তামিমের ইনজুরি খুব একটা গুরুতর নয়। তবে ইনজুরির ধরণ সম্পর্কে পরিষ্কার হতে স্ক্যান করানো হবে জানা গেছে।

ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার আগে ১৩ বল মোকাবেলা করে পাঁচ রান করেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা তামিম। তামিম মাঠ ছাড়লে ইমরুল কায়সকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার সৌম্য সরকার। ইমরুল আউট হয়েছেন ব্যক্তিগত ৩৪ রানে, সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। তবে ইমরুল-সৌম্য সফল না হলেও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের জোড়া হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।