কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

একাদশ সাজানোই কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের!

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ২১:৪৩
আপডেট: ২১ অক্টোবর ২০১৭, ২১:৪৩

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের খাতায় যোগ হয়েছে একের পর এক ব্যর্থতা। টেস্টের পর খুইয়েছে ওয়ানডে সিরিজও। চোখ রাঙাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা। ইনজুরিতে পড়ে দলে নেই তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। দলের সেরা দুই অস্ত্রকে হারিয়ে অনেকটাই ভারসাম্যহীন বাংলাদেশ। এই দু’জনের অনুপস্থিতিতে সেরা একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা!

উরুর চোটে ছিটকে গেছেন তামিম, বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে একই দশা মুস্তাফিজের। এই দু’জনকে না পাওয়ার আক্ষেপ মাশরাফি সংবাদ সম্মেলনে প্রকাশ করলেন। তিনি বলেন, ‘দলের সেরা দুই খেলোয়াড় যখন থাকবে না, তখন একাদশ সাজানোই কঠিন হয়ে পড়ে। যারা আছে তাদের অবশ্যই ছোট করা যাবে না। যখন দল ভালো খেলে তখন চারপাশ থেকে চাপ থাকে। খেলোয়াড় হিসেবে এটা আসবেই। জিততে না পারলে সেটা আরও বেশি হয়।’

নয় বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। মাশরাফিদের সামনে এখন তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। যেটি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর ইস্ট লন্ডনে। এই ম্যাচে জয় না পেলে সঙ্গী হবে হোয়াইটওয়াশ। এই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান মাশরাফি। ‘সবকিছু ভুলে শুধু সামনের ম্যাচ নিয়ে যদি দলের সবাই ভাবতে পারে তবে ভালো কিছু সম্ভব। মানসিক চাপ সামলে খেলাটাই এখন জরুরি’, বলেন বাংলাদেশ অধিনায়ক। 

ওয়ানডের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সকল ব্যর্থতা ভুলে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী ডানহাতি পেসার মাশরাফি। তিনি বলেন, ‘দল হিসেবে মাঠের খেলায় ভালো করতে পারিনি আমরা। তাতেই অনেকটা পিছিয়ে গেছি। এখনও ফিরে আসার সুযোগ আছে। একটা ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি ম্যাচ হাতে আছে। এখানে ভালো কিছু করতে পারলে এই অভিজ্ঞতা সামনের যেকোনো সফরে কাজে লাগবে।’

প্রিয় স্পোর্টস/শান্ত