কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস ও মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৯
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৯

(প্রিয়.কম) ঘরের মাঠে শেষ হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে ২০ রানের এক ঐতিহাসিক জয়ের পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সাত উইকেটে হেরেছে মুশফিকুর রহিমের দল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে বাংলাদেশের এবার মিশন দক্ষিণ আফ্রিকা।

চলতি মাসেই প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি-মুশফিকরা। প্রায় নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ।

এই সিরিজের প্রথম টেস্ট হবে পোচেফ্স্ট্রুম মাঠে। দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে। এই দুটি মাঠেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির দুই ম্যাচ। তিন ওয়ানডের সিরিজের প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি পার্ল ও শেষটি ইস্ট লন্ডনে।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

২১ সেপ্টেম্বর বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

 

বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি:

 

তারিখ                                     ম্যাচ                    ভেন্যু                         বাংলাদেশ সময়

 

২১-২৩ সেপ্টেম্বর                     প্রস্তুতি ম্যাচ             বেনোনি                       দুপুর দুইটা

 

২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর          প্রথম টেস্ট             পোচেফস্ট্রুম                   দুপুর দুইটা

 

৬-১০ অক্টোবর                       দ্বিতীয় টেস্ট            ব্লোয়েমফন্টেইন              দুপুর দুইটা

 

১২ অক্টোবর                          প্রস্তুতি ম্যাচ             ব্লোয়েমফন্টেইন              দুপুর দুইটা

 

১৫ অক্টোবর                          প্রথম ওয়ানডে           কিম্বার্লি                         দুপুর দুইটা

 

১৮ অক্টোবর                         দ্বিতীয় ওয়ানডে          পার্ল                             দুপুর দুইটা

 

২২ অক্টোবর                        তৃতীয় ওয়ানডে           ইস্ট লন্ডন                     দুপুর দুইটা

 

২৬ অক্টোবর                       প্রথম টি-টোয়েন্টি          ব্লোয়েমফন্টেইন             রাত দশটা

 

২৯ অক্টোবর                       দ্বিতীয় টি-টোয়েন্টি         পোচেফস্ট্রুম                সন্ধ্যা সাড়ে ছয়টা

 

প্রিয় স্পোর্টস/মিজান