কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। ছবি: সংগৃহীত

‘সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ ভয়ঙ্কর প্রতিপক্ষ’

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৭, ১০:০৪
আপডেট: ১৫ অক্টোবর ২০১৭, ১০:০৪

(প্রিয়.কম) টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডেতে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে মোটেই হালকা ভাবে দেখছেন না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শুধু দেশে নয় দেশের বাইরেও বাংলাদেশ ওয়ানডে দলের সফলতা মনে করিয়ে দেয় তাদের উন্নতি। ১৫ অক্টোবর রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিও সে কথাই মনে করিয়ে দিলেন।

সিরিজ উদ্বোধনী ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শনিবার উপস্থিত হয়েছিলেন ডু প্লেসি। সেখানেই বাংলাদেশ সম্পর্কে তার ও তার দলের ভাবনা তুলে ধরেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সফলতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেব, ‘আমি মনে করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিজেদের দেশের বাইরেও ভালো করতে পারে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে।’

টেস্ট ক্রিকেটের ভালো না করতে পারলেও সীমিত ওভারের ফরম্যাটে গেল আড়াই বছরে বাংলাদেশের উন্নতির গ্রাফ উর্ধ্বমূখি। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান প্লেসিস বলেন, ‘ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে তাদের রেকর্ড সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সাদা বলের ক্রিকেটে তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ, বিশেষ করে একদিনের ক্রিকেটে, সেটি তারা প্রমাণ করেছে। আমাদের জন্য টেস্ট ম্যাচের জয় দুটি বেশ ভালো ছিল এবং আমরা তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু ওয়ানডে সিরিজে আমরা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ প্রত্যাশা করছি।’

রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে মুখোমুখি হবে দল দুটি।

প্রিয় স্পোর্টস/আশরাফ