কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রিয়.কম

ম্যাথুস-থিসারার সন্ধানে বাংলাদেশ

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪০
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪০

(প্রিয়.কম) শেষের দিকে ঝড় উঠবে। ছয়-সাত নম্বরে নেমে ২০ বলে ৩৫ বা ৩০ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলবেন কেউ। যেটা হবে ম্যাচ ফিনিশিং বা ম্যাচ উইনিং ইনিংস। অনেকদিন ধরেই এই জায়গার জন্য এমন হার্ড হিটার একজনের সন্ধানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই ব্যাটসম্যান এখনো মেলেনি। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এমন একজন ব্যাটসম্যানের অভাব পুরণই হচ্ছে না বাংলাদেশের।  

আবারো বিষয়টি আলোচনায়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উদাহরণ হিসেবে বলা হলো শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসথিসারা পেরেরার কথা। দুজনের নাম শুনে যেন মাশরাফি বিন মুর্তজার কিছুটা আক্ষেপই হলো। আফসোস, এদের মতো কেউ নেই বাংলাদেশ দলে। মাশরাফি জানালেন, জায়গাটার জন্য ম্যাথুস বা থিসারার মতো কারো সন্ধানেই আছে বাংলাদেশ। 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুসের যদি ইনজুরিগুলো না ভোগাতো তাহলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারতো। হতে পারতো কি, অবশ্যই হতো। ওই সামর্থ্য ওর অবশ্যই আছে। এখন হয়তো ইনজুরির জন্য বোলিং করতে পারে না। থিসারা পেরেরা বোলিংয়ে অনেক ইম্প্রুভ করেছে, ব্যাটিংটা আগে থেকেই এমন করে। আমরা স্পেশালি ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য এমন খেলোয়াড়ই খুঁজছি।’

পরিক্ষিত এমন একজন পারফরমার তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। জায়গাটির জন্য দুজনের নাম বললেন মাশরাফি। তবে এটার জন্য সময় দিতে বলছেন তিনি, ‘আমাদের নতুন কিছু খেলোয়াড় এসেছে। সাইফউদ্দিন এসেছে, আবুল হাসান রাজু অনেকদিন পর দলে এসেছে। ওদের সে সামর্থ্য আছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার এডজাস্টমেন্ট ওরা যদি তৈরি করতে পারে, আমি বিশ্বাস করি ওদের এ সামর্থ্য আছে। এমন না যে, একদিনে হয়ে যাবে। আন্তর্জাতিক ম্যাচের চাপগুলো নিতে নিতে এই এডজাস্টমেন্টটা হবে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন নম্বর জায়গাটি নিয়েও বাংলাদেশ দলের অস্বস্তি আছে। কেউই এই জায়গাটা নিজের করে নিতে পারেননি। সাব্বির রহমানকে তিন নম্বরে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আস্থার প্রতিদান দিতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। একইভাবে মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়েও পরীক্ষা চালানো হয়েছে। মাঝেমধ্যে ইমরুল কায়েসও তিনে ব্যাট করেছেন। কিন্তু কেউই ধারাবাহিক থাকতে পারেননি।

ত্রিদেশীয় সিরিজ থেকে জায়গাটির মালিক হয়েছেন সাকিব আল হাসান। তিন নম্বরে দীর্ঘমেয়াদে বিশ্বসেরা অলরাউন্ডারকেই ভাবছে টিম ম্যানেজম্যান্ট। এ নিয়ে মাশরাফি বলেন, ‘সাকিবকে তিনে ব্যাটিং করানোর পেছনে আমার যুক্তি এটাই যে, গত তিন-চার বছর অনেক খেলোয়াড়কেই বদল করা হয়েছে। সাকিব গত ১০-১২ বছর ধরে পারফরম্যান্স করছে। আমি নিশ্চিত, ওর পারফরম্যান্স নিয়ে ওর চেয়ে বেশি কনসার্ন আর কেউ হবে না।’

মাশরাফির বিশ্বাস সাকিব তিন নম্বরে থিতু হতে পারবেন। ওয়ানডে অধিনায়কের মতে, ‘ও যদি দুই-তিনটা ম্যাচ ফেইল করে, আমি নিশ্চিত ওই একমাত্র খেলোয়াড় যে কামব্যাক করতে পারবে। কারণ তার নিজস্ব একটা ভাবমূর্তি বিশ্বক্রিকেটে আছে।’