কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ছবি: এএফপি

এখনই চোখ রাঙাচ্ছে বড় হার

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ১৯:৪৩
আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ১৯:৪৩

(প্রিয়.কম) ১০০ রান ছুঁতে এখনও ৩৯ রান বাকি। এর মধ্যেই বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেছেন। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রতি মুহূর্তেই হারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

সর্বশেষ ব্যক্তিগত দুই রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষিক্ত উইলেম মাল্ডারের বলে এলবিডব্লিউয়ের শিকার হন এই ব্যাটিং অলরাউন্ডার।

রোববার প্রোটিয়াদের বিপক্ষে ৩৭০ রানের লক্ষ্য জয় করতে নেমে ৬১ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় মাত্র তিন রানে আউট হয়ে সাজঘরে ফেরার শুরু করেন ওপেনার ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেট হারানোর ব্যবধানে ১২ রান তুলতে পেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। এবারের শিকার লিটন কুমার দাস। ব্যাট হাতে ছয় রান তুলেছেন তিনি।

পরবর্তীতে ওপেনার সৌম্য সরকার (৮), মুশফিকুর রহিমরাও (৮) দাঁড়াতে পারেননি। প্রোটিয়া বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণই করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে এক প্রান্ত আগলে রেখেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৩৭ রানে অপরাজিত আছেন তিনি। ১৭ ওভার শেষে পাঁচ উইকেটে ৬৭ রান তুলেছে বাংলাদেশ। 

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ