কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গত বছর লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘ বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ ২০১৬’এর দৃশ্য । ছবি: ইএমজি ইভিইউসি থেকে সংগৃহীত।

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ ২০১৭'

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭

(প্রিয়.কম) আগামী মাসেই যুক্তরাজ্যের লন্ডনে (৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে  ‘বাংলাদেশ ফ্যাশন উইক লন্ডন ২০১৭’ (বিএফডাব্লিউএল২০১৭)। ঐ ফ্যাশন সপ্তাহে তুলে ধরা হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের বৈচিত্রময় পোশাক আশাক। বাংলাদেশ ফ্যাশন উইক এর মূল লক্ষ্য বাংলাদেশি পোশাক ও বাংলাদেশি ঐতিহ্যের মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনগুলোকে প্রভাবিত করা। ৭ অক্টোবরে বাংলাদেশি ফ্যাশনের বৈচিত্রময় পোশাক, নানা রকম গহনা এবং স্টাইল নিয়ে লন্ডনে হাজির হবেন বিশ্বের নামীদামী ডিজাইনাররা। আর সেই অনুষ্ঠানে বাঙালি সাজে ফ্যাশন শো  এবং ক্যাট ওয়াক করবেন মডেলরা।

লন্ডনে অনুষ্ঠিত হতে হাওয়া এই ‘বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ’ এর আয়োজকরা পৃথিবী যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশি ফ্যাশনে আগ্রহী ডিজাইনারদের এই ইভেন্টে অংশ গ্রহণের আমন্ত্রণ জানায়। বাংলাদেশি এবং বিভিন্ন দেশে বাঙালি বংশোদ্ভূত ডিজাইনারদেরও আমন্ত্রণ জানানো হয়। ৭ই অক্টোবর লন্ডনের ‘বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ ২০১৭’ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আর অনুষ্ঠানের প্রধান ফটক খুলবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।

সুত্র: ফেসবুক

প্রিয় ফ্যাশন/গোরা