কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাটিতে বল ঘষছেন সাকিব আল হাসান। ছবি: ফক্স স্পোর্টস

বল টেম্পারিং করেছেন সাকিব?

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৪
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৪

(প্রিয়.কম) বল টেম্পারিং করেছেন সাকিব আল হাসান। এমনই দাবি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের

সংবাদমাধ্যমটি একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে বল করার আগে আম্পায়ার নাইজেল লংয়ের পেছনে উবু হয়ে বসে মাটিতে বল ঘষছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সংবাদমাধ্যমটির দাবি, সে সময় মাটিতে ঘষে ঘষে বল টেম্পারিং করেছেন তিনি। 

যদিও দিনের খেলা শেষে এই ব্যাপারে কোনো অভিযোগ জানাননি আম্পায়ার নাইজেল লং ও ইয়ান গোল্ড। এমনকি ম্যাচ রেফারি জেফ ক্রুও তার প্রতিবেদনে এটা আমলে নেননি। আইসিসির কাছেও কোনো অভিযোগ নেই। 

সর্ব প্রথম ফক্স স্পোর্টসের সাংবাদিক পল কোকারনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার চোখে ধরা পড়ল। কাজটা সঠিক মনে হচ্ছে না।’

পল কোকারনির সেই পোস্ট।

ফক্স স্পোর্টসের সাংবাদিক পল কোকারনির সেই পোস্ট।

পরবর্তীতে সেই ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। এই ভিডিওর বরাত দিয়েই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ.কম.এউ এবং ডেইলি টেলিগ্রাফ ‘বল টেম্পারিং? ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের তারকা বল ঘষছেন চট্টগ্রামের পিচে’ নামক শিরোনাম সংবাদ প্রকাশ করেছে। 

সূত্র: ফক্স স্পোর্টস/ডেইলি টেলিগ্রাফ/নিউজ.কম.এউ 

প্রিয় স্পোর্টস/আশরাফ