কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। ফাইল ছবি

অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের মালিকের জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫৮
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫৮

(প্রিয়.কম) অর্থপাচার মামলায়  আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

২১ জানুয়ারি রোববার দুপুর ১টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউনুফ মাহমুদ মোরশেদ।  

দিলদারের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী বলেন, উত্তরা থানার মামলায় জামিন পাওয়ায় তার মক্কেলের মুক্তিতে বাধা রইল না। 

অর্থপাচারের অভিযোগে রাজধানীর ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় তিনটি মামলা করা হয়। এর মধ্যে ১৪ ডিসেম্বর রমনায় থানায় দায়ের করা মামলায় দিলদার জামিন পেলেও অপর দুই মামলায় জামিন শুনানি এক মাসের জন্য মুলতবি রাখেন আদালত।

বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত বছরের মে মাসে গ্রেপ্তার হন আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ। এ ঘটনার পর আপন জুয়েলার্সের অবৈধ লেনদেনের খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর পর মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে ১৫ দশমিক তিন মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

প্রিয় সংবাদ/ইতি