কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুশীলনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: প্রিয়.কম

২৯ বছরের মধ্যে সর্বনিম্ন র‍্যাংকিংয়ের শঙ্কায় স্মিথ-ওয়ার্নাররা

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬

(প্রিয়.কম) প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট হার। ফলাফল তিনটি মহামূল্য রেটিং পয়েন্ট হারিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়াল ৯৭, টেস্ট র‍্যাংকিংয়ে স্টিভেন স্মিথের দল নেমে গেল পাঁচে। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাংকিংয়ে দেখাচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থান চার। এটা আসলে পাঁচ! প্রথা অনুযায়ী চলতি সিরিজ শেষেই এক ধাপ নিচে নেমে যাবে অস্ট্রেলিয়া।

কিন্তু স্টিভেন স্মিথের দল যদি চট্টগ্রাম টেস্টেও হেরে যায়? তাহলে, গত ২৯ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পতন ঘটবে র‍্যাংকিংয়ে! চট্টগ্রাম টেস্ট মাঠে গড়ানোর আগে সেই পতন ছুঁয়ে ফেলার শঙ্কা চোখ রাঙাচ্ছে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের। প্রথম টেস্টের পর দিতয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হলে ক্রিকেটের কুলিন শক্তি অস্ট্রেলিয়া নেমে যাবে টেস্ট র‍্যাংকিংয়ে ছয়ে। জিতলে যে উন্নতি ঘটবে, তা নয়। চট্টগ্রাম টেস্টে জয় পেলে বা ড্র করলেও র‍্যাংকিংয়ে পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে অজিদের।

সর্বশেষ ১৯৮৮ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া নেমে গিয়েছিল টেস্ট র‍্যাংকিংয়ের ছয়ে। সে সময় ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হারের পাশাপাশি তাদের বিপক্ষে ঘরের মাঠেও হেরেছিল অস্ট্রেলিয়া। অ্যালেন বোর্ডারের নেতৃত্বাধীন সেই অস্ট্রেলিয়া দলকে তাদের টেস্ট ইতিহাসে ‘সবচেয়ে দুর্বল’ বলেও আখ্যায়িত করেছিল গণমাধ্যমগুলো। যদিও র‍্যাংকিংয়ে সেই পতনের পরের মাসেই পাঁচে উঠে এসেছিল অস্ট্রেলিয়া।

তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্স আহামরি কিছু না। সর্বশেষ চার টেস্ট সিরিজের মাত্র একটিতে জিতেছে অস্ট্রেলিয়া। গত বছর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে স্মিথের দল। চলতি সিরিজেও পিছিয়ে পড়ায় চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়া যে তাই বেশ চাপে থাকবে, সে কথা বলাই বাহুল্য।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

প্রিয় স্পোর্টস/মিজান