কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০১৮ সালের ফ্যাশনে অ্যালেক্স মুলিন্স এর ডিজাইন করা ছেলেদের পোশাক। ছবি: নিউ ইয়র্ক পোস্ট থেকে সংগৃহীত।

আগামীর ফ্যাশন : ছেলেরা পরছে রঙিন স্কার্ট

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১০
আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১০

(প্রিয়.কম) লিঙ্গ বৈষম্য নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আন্দোলন, এই বৈষম্য নিয়ে পূর্বেও বহু বিপ্লব ঘটেছে। সেই ধারাবাহিকতায় এবার ছেলেরা খুব শিগগিরই স্কার্ট পরেই তাদের ফ্যাশন শুরু করার উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি ২০১৮ সালের শরৎ ফ্যাশন নিয়ে লন্ডনের ‘অ্যাসট্রাইড অ্যান্ডারসেন’ ব্র্যান্ড একটি ফ্যাশন শো’র আয়োজন করেছে। সেই ফ্যাশন শো’তে ব্রিটিশ পোশাক ডিজাইনার অ্যালেক্স মুলিন্স বেশকিছু মজার ডিজাইন করা পোশাকের উপস্থাপন করেন।

অ্যালেক্স মুলিন্স পুরুষদের জন্য বেশকিছু স্কার্ট এর মতো পোশাকের ডিজাইন করেন। সেখানে পুরুষদের জন্য শীতকালীন জ্যাকেট এবং সোয়েটারের সঙ্গে পোশাকের নিচের অংশ পরিপূর্ণ নারীদের স্কার্ট এর মতোই ডিজাইন করেছেন। দেখে যে কারও মনে হতে পারে ভুল করে বুঝি ঐ মডেল কোনো মেয়ের পোশাক পরে চলে এসেছেন। অ্যালেক্স মুলিন্সের ঐ মেয়ালি পোশাকের সঙ্গে মিল রেখে মডেলরা পরেছেন নানা রকম ফ্যাশনেবল জুতা।

যদিও অনেকেই বলছেন, পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যকার বৈষম্য তুড়ি মেরে উরিয়ে দেওয়া জন্যই পোশাকের এমন ডিজাইন করা হয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট। 

প্রিয় ফ্যাশন/ গোরা/আরএ