কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যাপল পার্ক। সংগৃহীত ছবি

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো অ্যাপল পার্ক

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৭, ১১:১৭
আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ১১:১৭

(প্রিয়.কম) মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন স্পেসশিপ ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে আইফোন টেন উন্মুক্ত করা হলেও সেসময় সবার জন্য উন্মুক্ত করা হয়নি এই ক্যাম্পাস। প্রতিষ্ঠানের কর্মীরা এক মাস আগেই এই ক্যাম্পাসে চলে গেছেন। আর এবার এই ক্যাম্পাস সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।  

১৭ নভেম্বর শুক্রবার অ্যাপল আনুষ্ঠানিকভাবে অ্যাপল পার্কের ভিজিটর সেন্টারের দরজা সাধারণদের জন্য খুলে দিয়েছে। নতুন এই স্পেসশিপের বেশ কিছু ছবি প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল। 

ছবিতে অ্যাপল ক্যাম্পাস

অ্যাপল পার্কের ক্যাফে। ছবি: সংগৃহীত

আইপ্যাড অ্যাপে অ্যাপল পার্ক ভ্রমণ। ছবি: সংগৃহীত

অ্যাপল পার্কের ‘এক্সিবিশন স্পেস’। ছবি: সংগৃহীত

স্পেসশিপের ৩ডি মডেল। দর্শনার্থীরা অগমেন্টেড রিয়েলিটি আইপ্যাড অ্যাপে দেখছেন স্পেসশিপ। ছবি: সংগৃহীত

দর্শনার্থীরা ছাদের ডেক থেকে অ্যাপল পার্কের মূল ভবন উপভোগ করতে পারবেন। ছবি: সংগৃহীত

সূত্র: ম্যাশেবল

প্রিয় টেক/আশরাফ