কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জয়পুরহাটে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। ছবি: প্রিয়.কম

জয়পুরহাটে ‘দুর্নীতি বিরোধী বিষয়ক’ বিতর্ক প্রতিযোগিতা

মিজানুর রহমান মিন্টু
কন্ট্রিবিউটর, জয়পুরহাট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০

(প্রিয়.কম) দরিদ্রতা নয়, সীমাহীন লোভই দূর্নীতির মূল কারণ- এ বিষয়ের উপর জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে জেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১৮ সেপ্টম্বর সোমবার বেলা ১১টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এসময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত ফারজানা, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার, বগুড়া দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আনোয়ারুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রাজা চৌধুরী ও বাবু নন্দলাল পার্শী।

অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রিয় সংবাদ/কামরুল