কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

সেই চালকের সাজার প্রতিবাদে খুলনার ১০ জেলায় চলছে পরিবহন ধর্মঘট

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৫৪
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৫৪

ফাইল ছবি

(প্রিয়.কম)
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় বাসচালক জাকির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ।

২৬ ফেব্রুয়ারি, রোববার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। ২৫ ফেব্রুয়ারি শনিবার যশোর সড়ক পরিবহন শ্রমিক কার্যালয়ে ১০ জেলার শ্রমিক নেতাদের জরুরি সভা শেষে ফেডারেশনের সভাপতি আজিজুল হক এ কর্মসূচি ঘোষণা দেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে শ্রমিকেরা রাস্তায় গাড়ি চালাতে পারবে না বলে জানিয়েছে। সে কারণে আমরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। 

চলতি মাসের ২২ ফেব্রুয়ারি বুধবার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। 

প্রিয় সংবাদ/রুবেল/আলম