কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে সুখবর দিলেন আমলা

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৭, ০৯:২১
আপডেট: ২০ অক্টোবর ২০১৭, ০৯:২১

(প্রিয়.কম) টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতে একাই বড় রানের ভিত গড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। তবে বাংলাদেশের জন্য সুখবর হলো, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলবেন না তিনি। টানা ম্যাচ খেলার কারণে তাকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। রোববার ইস্ট লন্ডনে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে আমলার পরিবর্তে দলে ডাকা হয়েছে অ্যাইডেন মার্করামকে।
 
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাকিয়েছেন ৩৪ বছর বয়সী আমলা। চলমান ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে করেছেন ৮৫ রান। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
 
আমলার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পাওয়া ২৩ বছর বয়সী মার্করামের অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই। দুই টেস্টে তিন ইনিংস খেলেছেন তিনি, যেখানে তার রান ছিল যথাক্রমে ৯৭, ১৫ এবং ১৪৩। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে ৮২ রান করেন এ তরুণ ব্যাটসম্যান।

প্রিয় স্পোর্টস/শিরিন