কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

দিল্লিতে সম্মাননা পেলেন সাবেক বিশ্বসুন্দরী

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ২০:০৪
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ২০:০৪

(প্রিয়.কম) বিশ্বসুন্দরীর খেতাব রয়েছে তার ঝুলিতে। একইসঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। শুধু বলিউডেই নয়, হলিউড সিনেমাতেও দেখা গেছে তার অভিনয়ের দক্ষতার ছাপ। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার দিল্লিতে তিনি পেলেন আরেক সম্মাননা। ‘ফাস্ট লেডিজ অ্যাওয়ার্ডে’ সম্মানিত হলেন তিনি।

গতকাল ২০ জানুয়ারি অভিনেত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বরিয়া। সেই সফলতার জন্য পুরস্কার পেয়েছেন তিনি।

অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত 

ঐশ্বরিয়া ছাড়াও এই পুরস্কারে সম্মানিত করা হয় ভাবনা কন্থ, অবনী চতুর্বেদী ও মোহনা সিংকে। ঐশ্বরিয়া ছাড়া এ পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আছেন টেনিস তারকা সানিয়া মির্জা, বক্সার মেরি কম, এভারেস্ট পর্বতারোহী বাচেন্দ্রী পাল, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।

অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙয়ের শাড়ি পরে এসেছিলেন। পোশাকের সঙ্গে মানানসই গয়না ও লাল টিপে অনবদ্য দেখাচ্ছিল ঐশ্বরিয়াকে।

সূত্র: এনডিটিভি

প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ/শান্ত