কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিতর্কিত সেই বিজ্ঞাপন। ছবি: সংগৃহীত

যে বিজ্ঞাপনের কারণে বাঙালিদের কাছে ক্ষমা চাইল ভারতী এয়ারটেল

মিজানুর রহমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৭, ১৯:৩৮
আপডেট: ১৩ জুলাই ২০১৭, ১৯:৩৮

(প্রিয়.কম) ১২ জুলাই বুধবার কলকাতার প্রায় সবগুলো পত্রিকায় পুরো পাতাজুড়ে বিজ্ঞাপন প্রকাশ করে ভারতী এয়ারটেল। কিন্তু বিজ্ঞাপনটি অনেক বাঙালিকে ক্ষেপিয়ে তুলেছে। কারণ এতে বাক্য গঠনের কোনো ঠিক-ঠিকানা নেই এবং কয়েক লাইনের বিজ্ঞাপনটিতে অনেক বানান ভুলও ছিল। এই বিজ্ঞাপনের মাধ্যমে এয়ারটেল কী বোঝাতে চেয়েছে, তাও বুঝতে পারেননি অনেকে।

বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পর বাংলাকে বিকৃত করা হয়েছে, এ অভিযোগে সামাজিক মাধ্যমে এয়ারটেলের বিরুদ্ধে সরব হন অনেকে। 

একের পরে এক প্রতিবাদ আসতে থাকায় অবশেষে এয়ারটেল এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বাঙালিদের কাছে ক্ষমা প্রার্থনা করে।

এয়ারটেলের ক্ষমা বার্তায় জানায়, ‘প্রথমত আমরা খুবই দুঃখিত যে আমাদের চোখে বিষয়টি এড়িয়ে গিয়েছে। আমাদের অনুবাদক এই ভুলটি করেছেন এবং আমরা এর দায় নিচ্ছি। ধন্যবাদ এই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। বাংলা ভাষা ও সংস্কৃতির উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিয়েছি।’

প্রিয় টেক/মিজান