কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিস লিন। ছবি: সংগৃহীত

শেন ওয়াটসনের পর বিপিএলে আরেক অস্ট্রেলিয়ান

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২১ জুন ২০১৭, ২০:১৪
আপডেট: ২১ জুন ২০১৭, ২০:১৪

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াতে বাকি এখনও পাঁচ মাস। এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো। পিছিয়ে নেই গেল আসরের সেমিফাইনালিস্ট খুলনা টাইটান্সও। অস্ট্রেলিয়ান মারমুখী ওপেনার ক্রিস লিনকে দলে ভিড়িয়েছে তারা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে ক্রিস লিনকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে খুলনা। লিনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে তারা লিখেছে, 'ক্রিস লিন এখন একজন টাইটান্স। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, অস্ট্রেলিয়ার হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস লিন ২০১৭ বিপিএলে খুলনা টাইটান্সে যোগ দেবেন।'

অস্ট্রেলিয়া ক্রিকেটে ক্রিস লিন বেশ পরিচিতি মুখ। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে প্রতিপক্ষদের কাছে এক আতঙ্কের নাম। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের আগে অস্ট্রেলিয়ার বাইরে খুব একটা পরিচিত ছিলেন না তিনি। আইপিএলের সদ্য সমাপ্ত আসরে দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে বিশ্ব ক্রিকেট ছড়িয়ে পড়ে তার নাম। আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে একের পর এক ঝড় তুলেছেন লিন। মারকুটে এই ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন আরও ভয়ঙ্কর।

গুজরাট লায়ন্সের বিপক্ষে কলকাতার হয়ে ৪১ বলে খেলেছিলেন ৯৩ রানের অপরাজিত এক ইনিংস। ওই ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয় পেয়েছিলো কলকাতা। সাত ম্যাচে ৪৯.১৬ গড়ে সব মিলিয়ে করেছিলেন ২৯৫ রান। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনবার। আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফের জাতীয় দলে জায়গা পান লিন। ডাক পেয়ে যান অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও। দলে থাকলেও অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলা লিনের।

এর আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ স্পিনার শাদাব খানকে দলের ভিড়িয়েছে খুলনা। এর আগে গেল মৌসুমে খুলনার হয়ে খেলেছিলেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। এবারের আসরেও বাঁ-হাতি এই পেসারকে দলে রেখে দিয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি।

এর কিছুদিন আগেই প্রধান কোচের নাম চূড়ান্ত করেছে খুলনা। এবারের আসরে খুলনার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লঙ্কান এই কিংবদন্তি ব্যাটসম্যান। আগামী দুই আসরের জন্য কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে খুলনা টাইটান্স।

প্রিয় সংবাদ/কামরুল