কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমনের চারা বিতরণ অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী। ছবি: প্রিয়.কম

পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার বন্যার্তদের পাশে থাকবে: সংস্কৃতিমন্ত্রী

সুমন মুখার্জী
কন্ট্রিবিউটর, নীলফামারী
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৭, ২০:০২
আপডেট: ২৪ আগস্ট ২০১৭, ২০:০২

(প্রিয়.কম) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, স্মরণকালের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সহায় সম্বল হারিয়েছেন, তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার সার্বক্ষণিক তাদের পাশে আছে, থাকবে।

২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আমনের চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্মরণকালের বন্যায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার এ ক্ষতি পূরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বন্যার্ত এলাকায় কাজ করে যাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়ে আসাদুজ্জামান নূর বলেন, প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন বাদ না পড়েন। ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য-সহযোগিতা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক আশ্রাফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য দেন। বক্তব্য শেষে নীলফামারী সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০০ জনের মাঝে আমন ধানের চারা বিতরণ করেন আসাদুজ্জামান নূর।

প্রিয় সংবাদ/শান্ত