কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লালমনিরহাটের পাথর শ্রমিক। ছবি: প্রিয়.কম

লালমনিরহাটে সিলোকোসিসে আক্রান্ত আরও ১ শ্রমিকের মৃত্যু

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৪
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৪

(প্রিয়.কম) লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সিলোকোসিস রোগে আক্রান্ত দুলাল হোসেন নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেনের মৃত্যু ঘটে।

দুলাল হোসেন জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঠাকুরটারি গ্রামের বাসিন্দা। ২০০১ সালের পর থেকে এ নিয়ে সিলোকোসিস রোগে আক্রান্ত মৃত্যুর তালিকা নাম উঠল ৬৭ জন পাথর শ্রমিকের।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএসএম নেওয়াজ জানান, দুলাল হোসেন বেশ কিছু দিন ধরে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে চিকিৎসার জন্য জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু ঘটে। 

প্রিয় সংবাদ/শান্ত