কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারি হরগঙ্গা কলেজের উদ্যোগে টঙ্গীবাড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। ছবি: প্রিয়.কম

টঙ্গীবাড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মো. কায়সার হামিদ
কন্ট্রিবিউটর, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৭, ১৭:২২
আপডেট: ২৮ আগস্ট ২০১৭, ১৭:২২

(প্রিয়.কম) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারীর বন্যার্তদের মাঝে সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১শ’ বন্যাকবলিত ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ডা. মীর মাহফুজুর হক।

পরে মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সহযোগিতায় হাসাইল বানারী ইউনিয়নের প্রায় দুইশত লোকের বিভিন্ন পানিবাহিত রোগের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। তাদের চিকিৎসা দেন সরকারি হরগঙ্গা কলেজের মেডিকেল অফিসার ডা. নূরে আলম খান ও সহকারি মো. নাজিম উদ্দিন।

ত্রাণ সামগ্রী মধ্যে চাল ৭ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, চিড়া ৫শ’ গ্রাম, সেমাই ৪শ’ গ্রাম, লবন ৫শ’ গ্রাম দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মাঝে ত্রাণ সহায়ক কামিটির আহ্বয়ক মো. আব্দুল হান্নান খন্দকার, সদস্য, সরকারি হরগঙ্গা কলেজের সহকারি অধ্যাপক ইংরেজি মুন্সী সিরাজুল হক, প্রভাষক ইসলামের ইতিহাস লুৎফর রহমার, প্রভাষক ব্যবস্থাপনা মো. ফখরুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক মো. ইব্রাহি, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীত বড়ন বিশ্বাস, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মো. রাব্বি, উপজেলার ছাত্রলীগ সহ-সম্পাদক মো. এবাদুল হাসান, হাসাইল ৩নং ওয়ার্ডের মেম্বার আবজাল মেলকার, টঙ্গীবাড়ি উপজেলা ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে সার্বিকভাবে সহযোগিতা করেন সরকারি হরগঙ্গা কলেজের বিএনসিসি, রেডক্রিসেন্ড এবং রোভাড ইউনিট।

প্রিয় সংবাদ/শান্ত