কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬০ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয়। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ শতাধিক শ্রমিক আটক

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৭, ১৫:৫৭
আপডেট: ০২ নভেম্বর ২০১৭, ১৫:৫৭

(প্রিয়.কম) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সর্ববৃহৎ গার্মেন্টস সামগ্রীর পাইকারী মার্কেট হাংতুয়া কেনাঙ্গা হোলসেল সিটিতে অভিযান চালিয়ে প্রায় ৬০ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। 

১ নভেম্বর বুধবার দেশটির ইমিগ্রেশন, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের প্রায় শতাধিক অভিবাসী শ্রমিককে আটক করে। 

ওই মার্কেটে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা জানান, স্থানীয় সময় সকাল ১১টায় হঠাৎ করেই সাদা পোশাকের ইমিগ্রেশন, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে কাগজপত্র চেক করতে শুরু করেন। 

সেসময় পুরো মার্কেট জুড়ে আতঙ্ক শুরু হয়ে যায়। ২টা পর্যন্ত চলে এ অভিযান। কাগজপত্র চেক করে সেখানে কর্মরত প্রায় ৬০ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয়।  

এদিকে কেনাঙ্গা হোলসেল সিটিতে কর্মরত পিয়াস মাহমুদ জানান, আটক বাংলাদেশিদের অনেকেরই কাগজপত্র ছিল। তা সত্বেও যৌথবাহিনী তাদের আটক করে নিয়ে যায়। কারণ তারা এখানে বিভিন্ন মালিকের দোকানে কাজ করলেও তাদের বৈধ কাগজপত্র ও চলমান বৈধকরণ প্রক্রিয়া মাই-ইজি ও ই- কার্ড করা ছিল অন্য মালিকের নামে।

প্রিয় সংবাদ/শান্ত