কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম হবে ৫০ হাজার ৭৩৮ টাকা। ছবি : সংগৃহীত

আরেক দফা বাড়ল সোনার দাম

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২২
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২২

(প্রিয়.কম) ১০ জানুয়ারি, বুধবার থেকে সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ৪০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম হবে ৫০ হাজার ৭৩৮ টাকা। 

৯ জানুয়ারি, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। 

জুয়েলার্স সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। 

প্রসঙ্গত, এর আগে গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

প্রিয় সংবাদ/নোমান/আজাদ চৌধুরী