কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

ব্যাংকের পরীক্ষায় ডিভাইস ব্যবহারের সময় আটক ৫

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ০৮:২৭
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ০৮:২৭

(প্রিয়.কম) সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

২০ জানুয়ারি শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও ও তিতুমীর কলেজ থেকে তাদের আটক করা হয়।

এই পাঁচ পরীক্ষার্থী অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় হাতেনাতে ধরা পড়েন। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান।

তিনি জানান, তিতুমীর কলেজ কেন্দ্র থেকে দুইজন এবং তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে তিনজনকে ডিজিটাল ডিভাইসসহ ধরা হয়। তারা পরীক্ষা কেন্দ্রের আসনে বসে ডিভাইস দিয়ে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে উত্তর জেনে খাতায় লিখছিল।

তিতুমীর ও তেজগাঁও কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদেও পরীক্ষার আয়োজন ছিল বলে জানান তিনি।

গত বছরের ২০ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও এ ডিভাইস ব্যবহার করা হয়েছিল। সেই পরীক্ষার আগের রাতে ঢাবির এক ছাত্রলীগের নেতাসহ দুজনকে আটক করেছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ঘটনায় এখন পর্যন্ত ঢাবির ১২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে কর্তৃপক্ষের কাছে।

প্রিয় সংবাদ/আরএ