কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুরমিত রাম রহিম সিংহ। জেলের প্রতীকী ছবি

৪৭৩টি ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এই ‘বাবা’র?

সজিব ঘোষ
সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১

(প্রিয়.কম) একাধিক ব্যাংকে মোট ৪৭৩টি অ্যাকাউন্ট আছে গুরমিত রাম রহিম সিংহের। এই অ্যাকাউন্টগুলোতে রয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। রাম রহিমের ব্যাংক অ্যাকাউন্টে তল্লাশি চালিয়ে মিলল বেশ কিছু চাঞ্চল্যকর নথিও।

পুলিস সূত্রে জানা যায়, রাম রহিমের নামেই রয়েছে ১২টি অ্যাকাউন্ট। যাতে রয়েছে মোট সাত কোটি ৭২ লাখ টাকা। ‘দত্তক কন্যা’ হানিপ্রীতের নামে রয়েছে ৬টি ব্যাংক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টগুলোতে রয়েছে মোট এক কোটি টাকা। গুরমিতের ফিল্ম প্রোডাকশন ইউনিট ‘হাকিকত এন্টারটেইনমেন্টের নামে রয়েছে আরও ২০টি অ্যাকাউন্ট। যেখানে মিলেছে মোট ৫০ কোটি টাকা।

তদন্তে জানা যায়, রাম রহিম সহ মেয়ে অমরপ্রীত ও চরণপ্রীত, ছেলে জসমীত, পালিতা কন্যা হানিপ্রীত এবং ডেরা ও ডেরার বিভিন্ন বোর্ডের নামে রয়েছে মোট ৫০৪টি অ্যাকাউন্ট। যার মধ্যে মধ্যে ৪৭৩টি সেভিংস অ্যাকাউন্ট। আর বাকিগুলো লোন অ্যাকাউন্ট। শুধু সিরসা জেলাতেই তৈরি রাম রহিমের ডেরার স্থাবর সম্পত্তির পরিমাণ এক হাজার ৪৩৫ কোটি টাকা।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০ বছরের জন্যে জেলে আছেন রাম রহিম। এদিকে তার সম্পত্তির খতিয়ান তৈরি করতে ভারতের পঞ্জাব এবং হরিয়ানার দুই সরকারকে নির্দেশ দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একইসঙ্গে গুরমিতের ভক্তদের তাণ্ডবে যে পরিমাণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ক্ষতিপূরণও ডেরার সম্পত্তি থেকেই পুনরুদ্ধার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।

প্রিয় সংবাদ/সজিব