কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: প্রিয়.কম

আওয়ামী লীগের ৩৬ কাউন্সিলর প্রার্থী ঘোষণা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৩২
আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৩২

(প্রিয়.কম) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম চূড়ান্ত করেছিল আওয়ামী লীগ। তবে ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্ট তিন মাসের স্থগিতাদেশ দেওয়ায়  প্রার্থী ঘোষণা স্থগিত করেছে দলটি।

আদালতের এ আদেশ যতক্ষণ বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

১৭ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল বিষয়টি জানিয়েছেন।

‘হাইকোর্ট এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে, এ সময়ের মধ্যে কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। তাই আমরা কাউন্সিলরদের নাম এ মুহূর্তে ঘোষণা করতে পারছি না। যতক্ষণ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল আছে, আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে। এর বাহিরে কিছু করা হাইকোর্টের আদেশ অমান্য হবে’, বলেন ওবায়দুল।

নির্বাচন স্থগিতের বিষয়ে সরকারের কোনো যোগসাজশ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সব কিছুতে সরকারের যোগসাজশ আবিষ্কার করেন কেন? আমরা তো আমাদের ৩৬ জন কাউন্সিলর প্রার্থীও চূড়ান্ত করেছি, যা অন্য কোনো দল করতে পারে নাই। যেহেতু আদালত স্থগিত করেছে, তখন কিছু বলতে পারি না।’

‘যোগসাজশ কথাটি ভালো না। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না। যদি হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হয়, তখন আমাদের প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করব।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রার্থী আমরা দিয়েছি। এটা যদি আবার রিভিউ করার বিষয় আসে, তখন সময়ই বলে দিবে।’

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ডিএনসিসি নির্বাচন বাস্তবসম্মত হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল বলেন, ‘এটা নির্বাচন কমিশনের বিষয়। তারাই জানে। আদালতের নির্দেশে যেখানে স্থগিত হয়েছে, সেখানে এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) যুক্ত হওয়া আটটি ইউনিয়ন ভেঙে গত বছরের জুলাইয়ে ১৮টি ওয়ার্ড করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গেজেট আকারে প্রকাশ করে। এতে ডিএনসিসির ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ৫৪টি।

নতুন যুক্ত হওয়া এসব ওয়ার্ডে এখন পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু সেটি না করেই মেয়র পদে উপনির্বাচন ও এসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। আর এতেই সৃষ্টি হয়েছে জটিলতা। আদালতে এ নির্বাচন স্থগিত চেয়ে দুটি রিট করা হয়।

১৭ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রিটের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ তফসিল এবং সার্কুলারের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। 

প্রিয় সংবাদ/শান্ত