কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫৭
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫৭

(প্রিয়.কম) আগামী ২১ থেকে ২৫ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। এ চলচ্চিত্র উৎসবটি আয়োজন করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। সার্কভুক্ত দেশগুলোর ২৪টি চলচ্চিত্রের সঙ্গে এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোট তিনটি চলচ্চিত্র।

উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা প্রেমী ও প্রেমী, একই দিনে বিকাল ৩টা ১৫ মিনিটে দেখানো হবে মোরশেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র অনিল বাগচীর একদিন।  উৎসবের শেষদিন সকাল ১০টায় দেখানো হবে তৌকির আহমেদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র অজ্ঞাতনামা

প্রিয় বিনোদন/ গোরা