কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদ উপলক্ষ্যে বিশ্ব রঙ নিয়ে এসেছে পুরুষের আরামদায়ক পোশাকের পসরা। ছবি কৃতজ্ঞতা: বিশ্বরং

এই ঈদে কেমন হবে পুরুষের পোষাক?

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৭, ২০:২০
আপডেট: ২৮ আগস্ট ২০১৭, ২০:২০

(প্রিয়.কম) আর কয়েকটি দিন, এরপরেই দেশজুড়ে পালিত হবে ঈদ-উল-আজহা। এই ঈদে নতুন পোশাক কেনার ঝোঁক একটু কম থাকলেও বেশিরভাগ ফ্যাশন হাউজই নিয়ে আসে নতুন নতুন ঈদ ফ্যাশন কালেকশন। এই ঈদে পুরুষের ফ্যাশন ট্রেন্ডটা কেমন হওয়া উচিত? এই নিয়ে প্রিয়.কম কথা বলে বিশ্ব রঙ ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা এবং সুনামধন্য ডিজাইনার বিপ্লব সাহার সাথে। চলুন জেনে নিই তার মতামত।

বিশ্ব রঙ ১

এই ঈদে মূলত প্রাধান্য পাবে উজ্জ্বল রঙগুলো এবং বিশেষ করে প্রাইমারি কালারগুলো। পুরুষের পোশাকেও উজ্জ্বল রঙ প্রাধান্য পাচ্ছে।

বিশ্ব রঙ ২

প্রতি ঈদেই মূলত পাঞ্জাবীর কদর বেশি থাকে। এ কারণে এবারেও পাঞ্জাবীতে নতুন ডিজাইন নিয়ে আসা হয়েছে।

বিশ্ব রঙ ৪

এর পাশাপাশি তরুণদের জন্য শার্ট এবং টি শার্ট, ফতুয়া তো আছেই। সব বয়সের পুরুষের জন্যই রয়েছে কিছু না কিছু। ১,৬০০ থেকে ২,৫০০ পর্যন্ত বাজেটের মাঝেই পেয়ে যাবেন ঈদের উপযোগী পোশাক।

বিশ্ব রঙ ০৫

এই ঈদে কুরবানির ক্ষেত্রে পুরুষদের সক্রিয় থাকতে হয়। দিনের অনেকটা সময় শ্রম দিতে হয় কুরবানির পেছনে। এই ব্যস্ততার ব্যাপারটা মাথায় দেখে পোশাকগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে খুবই আরামদায়ক, নরম সুতি কাপড়।

বিশ্ব রঙ ০৬

বিশ্ব রঙের এই ঈদ কালেকশন পাওয়া যাচ্ছে আগস্টের শুরু থেকেই। আর ইতোমধ্যেই কেনাকাটা সেরে ফেলেছেন অনেকে। সবচাইতে বেশি চাহিদা দেখা যাচ্ছে নতুন কালেকশনের বিভিন্ন পাঞ্জাবীগুলোর ক্ষেত্রে।

বিশ্ব রঙ ০৭

পুরুষের আরামদায়ক ও রঙিন পোশাকের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও একইভাবে এই মৌসুম ও ঈদকে কেন্দ্র করে আনা হয়েছে বর্ণাঢ্য নতুন কালেকশন। শুধু তাই নয়, বিশ্ব রঙের অরচার্ড পয়েন্ট শোরুমে রয়েছে ঈদের জন্য বিশেষ আয়োজন। সেখানে আছে পোশাকের পাশাপাশি জায়নামাজ, টুপি-তসবীর মতো অনুষঙ্গ।

‘রঙ-বিশ্বরঙ’ এর বিক্রয়কেন্দ্রগুলোর ঠিকানা-

  • বাড়ী নং-৯৬, লেক ড্রাইভ রোড, সেক্টর-৭, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। ফোন-০১৭৩০০৬৮০৪০
  • আজগর স্কয়ার (২য় তলা), পূর্ব জিন্দাবাজার, বারুদ খানা পয়েন্ট, সিলেট। ফোন-০৮২১-৭২২৩৭১,০১৭৩০০৬৮০১৮।
  • বেইলী ফিয়েস্তা (৩য় তলা), বেইলী রোড, ঢাকা। ফোন-৯৩৫৩৭২৪, ০১৭৩০০৬৮০৯৮।
  • বাসা-২৬, রোড-১১, বনানী, ঢাকা। ফোন-৮৮২১৮৭১, ০১৭৩০০৬৮০১৬।
  • সানরাইজ প্লাজা (৩য় তলা), ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা। ফোন- ৮১৫৬২৪২, ০১৭৩০০৬৮০১২।
  • সান্তনা মার্কেট (২য়-৩য় তলা), চাষাড়া, নারায়নগঞ্জ। ফোন-৭৬৪৪৪৩৩, ০১৭৩০০৬৮০১১
  • শ্রদ্ধা- অরচার্ড পয়েন্ট (৩য় তলা), রোড-০৭, ধানমন্ডি, ঢাকা। ফোন-৯৬৭৪৮৫৯,০১৭৩০০৬৮০৭৩।
  • ইয়াকুব আলী মাস্টার টাওয়ার মাওনা,চৌরাস্তা গাজীপুর। ফোন- ০১৭১৬২৮৩০৫১।
  • মুক্তার গার্মেন্টস, পশ্চিম লামাপাড়া, লিংক রোড, নারায়নগঞ্জ । ফোন- ০১৭৩০০৬৮০১০।
  • লন্ডন ম্যানশন,ট্রাফিক পয়েন্ট মোক্তারপাড়া,সুনামগঞ্জ। ফোন- ০১৭৯৭৪১৬৪৪২।
  • জিবি-০২৭,নিচ তালা ,ব্লক-বি যমুনা ফিউচার র্পাক বারিধারা। ফোন- ০১৭৩০০৬৮০৪৮।

সম্পাদনা : রুমানা বৈশাখী