কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: সংগৃহীত

নাজিরপুরে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

মশিউর রহমান রাহাত
কন্ট্রিবিউটর, পিরোজপুর
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০১৮, ০৮:৩০
আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮, ০৮:৩০

(প্রিয়.কম) পিরোজপুরের নাজিরপুর উপজেলায় খেজুরতলা বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শটর্ সার্কিট থেকে সৃষ্ট আগুনে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

৫ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বাজারের আবুল মিয়ার লন্ডি থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে যায় ২০টি দোকান। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল খান বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে সার ও কীটনাশকের দুটি গুদাম পুড়ে গিয়ে সালাউদ্দিন নামের এক ব্যবসায়রীর ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রিয় সংবাদ/কামরুল