কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ২০ ব্যক্তি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৬, ০৮:২৯
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬, ০৮:২৯

(প্রিয়.কম) বিশ্বে সাতশো কোটিরও বেশি মানুষের বাস হলেও অধিকাংশ সম্পদ, সিদ্ধান্ত বা ব্যবস্থাপনা কেন্দ্রীভূত থাকে অল্প কিছু মানুষের হাতে। এদেরই এক ক্ষুদ্রতর অংশের হাতে থাকে পৃথিবীর তাবৎ ক্ষমতার রশি।

বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিভিন্ন খাতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষের তালিকা করেছে।

২০১৬ সালের এ তালিকায় রাজনীতি, অর্থনীতি বা বাণিজ্য, মানবসেবা ও ধর্মীয় ক্ষেত্রে প্রভাবশালী মোট ২০ জনের তালিকা করেছে ফোর্বস ম্যাগাজিন।

১. ভ্লাদিমির পুতিন 

(প্রেসিডেন্ট, রাশিয়া)

২. ডোনাল্ড ট্রাম্প

(নবনির্বাচিত প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র)

৩. অ্যাঙ্গেলা মেরকেল

(প্রেসিডেন্ট, জার্মানি)

৪. শি জিনপিং

(প্রেসিডেন্ট, চীন)

৫. পোপ ফ্রান্সিস

(পোপ, রোমান ক্যাথলিক)

৬. জ্যানেট ইয়েলেন

(চেয়ারম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ)

৭. বিল গেটস

(চেয়ারম্যান, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন)

৮. ল্যারি পেজ

(সিইও, আলফাবেট)

৯. নরেন্দ্র মোদি

(প্রধানমন্ত্রী, ভারত)

১০. মার্ক জুকারবার্গ

(প্রতিষ্ঠাতা ও সিইও, ফেসবুক)

১১. মারিও দ্রাগি

(প্রেসিডেন্ট, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের)

১২. লি কেকিয়াং

(প্রধানমন্ত্রী, চীন)

১৩. তেরেসা মে

(প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য)

১৪. জেফ বেজস

(প্রতিষ্ঠাতা ও সিইও, অ্যামাজন.কম)

১৫. ওয়ারেন বাফেট

(সিইও,বার্কশায়ার হ্যাথাওয়ে)

১৬. সালমান বিন আবদুল আজিজ আল সৌদ

(বাদশাহ, সৌদি আরব)

১৭. কার্লোসে স্লিম হেলু

(অবৈতনিক চেয়ারম্যান, আমেরিকান মবিল)

১৮. আয়াতুল্লাহ আল খামেনি

(ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা)

১৯. জেমি ডিওন

(সিইও, জেপি মরগান)

২০. বেনজামিন নেতানিয়াহু

(প্রধামন্ত্রী, ইসরায়েল)

সম্পাদনা: সোহেলুর রহমান/নাজমুল হাসান শান্ত