কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবিটি এমএসএন থেকে সংগৃহীত।

কিশোরের পেট থেকে বের হলো কাঠ ও প্লাস্টিক

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৬:০৬
আপডেট: ১২ নভেম্বর ২০১৭, ১৬:০৬

(প্রিয়.কম) সম্প্রতি ভারতের পাঞ্জাবের চিকিৎসকরা সার্জারির মাধ্যমে একটি কিশোরের পেট থেকে ৭০০ গ্রাম পরিমাণ প্লাস্টিক এবং কাঠ বের করে আনেন। ভারতে বসবাসকারী ১৬ বছর বয়সী কিশোর অর্জুন সাহের পেটের ভেতরে থাকা এই প্লাস্টিক ও কাঠ দেখে শুধু  চিকিৎসকদেরই চোখ কপালে উঠেনি, অর্জুনের বাবা-মায়ের চোখও ছানাবড়া হয়ে গিয়েছিলো। মূলত অর্জুন একটি অদ্ভুত নেশায় আসক্ত। একটু সুযোগ পেলেই এই ছোট্ট কিশোরটি লুকিয়ে লুকিয়ে প্লাস্টিক, রাবার, কাঠ ছাড়াও বিভিন্ন নোংরা হাবিজাবি জিনিস খেত। যা কিনা অর্জুনের বাবা-মাও ঠিক মতো জানতেন না।

অর্জুনের পেটের ভেতরে থাকা এই প্লাস্টিক এবং কাঠ। ছবি ডেইলি মেইল সংগৃহীত।

এসব নোংরা প্লাস্টিক এবং কাঠ খাওয়ার আসক্তির কারণে গত দেড় বছর যাবত সাধারণ খাবারের প্রতি রুচি চলে গিয়ে বেশ শুকিয়ে যেতে শুরু করে অর্জুন। এমনকি মাঝে মাঝে প্রচণ্ড পেটও ব্যাথা করতো তার। ছেলের শুকিয়ে যাওয়া এবং খাবারের অরুচি দেখে পুত্রকে ডাক্তারের শরণাপন্ন করলেন অর্জুনের বাবা-মা। প্রাথমিকভাবে ডাক্তার আলসার ভেবে চিকিৎসা চালাতে শুরু করে। কিন্তু সম্প্রতি অর্জুনের আলট্রাসনোগ্রাফির রিপোর্টে দেখা মেলে প্রায় ১ কেজি পরিমাণ প্লাস্টিক ও কাঠ। এরপর চিকিৎসকরা সার্জারির মাধ্যমে পেট থেকে ঐ প্লাস্টিক এবং কাঠ বের করে আনেন।

 

সূত্র: ডেইলি মেইল।

প্রিয় জটিল/সিফাত বিনতে ওয়াহিদ