কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আটক হওয়া ১৯ রোহিঙ্গা। ছবি: প্রিয়.কম

সাতক্ষীরায় নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

শহীদুল ইসলাম
কন্ট্রিবিউটর, সাতক্ষীরা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৭, ১২:৪৯
আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ১২:৪৯

(প্রিয়.কম) সাতক্ষীরায় নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ অক্টোবর বুধবার ভোরে সদর উপজেলার পদ্মশাকরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজিবির পদ্মশাকরা তল্লাশিচৌকির (বিওপি) কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জানান, ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় পদ্মশাকরা সীমান্তে আসা ১০ শিশু, ছয় নারী ও তিন পুরুষ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

জানা গেছে, আটককৃতরা ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় মিয়ানমার থেকে ভারতের দিল্লিতে গিয়েছিল। এর পর থেকে সেখানেই বসবাস করে আসছিল। 

কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসার খবর পেয়ে তারা দিল্লি থেকে বাংলাদেশে চলে এসেছেন। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ এনামুল হক জানান, আটককৃত রোহিঙ্গারা বেশ ক্লান্ত। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

প্রিয় সংবাদ/শিরিন/সজিব