কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৪
আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৪

ফাইল ছবি
(প্রিয়.কম) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই ব্যাংকের জড়িত কর্মকর্তাদের যথাযথভাবে চিহ্নিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ১৭ জন কর্মকর্তার দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। তবে এই কর্মকর্তাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখেছে পুলিশের ওই গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার ‘বাংলাদেশ ব্যাংকের ১৭ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি’ শিরোনামে ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে এ তথ্য।

আরও কোনো কর্মকর্তা জড়িত ছিলেন কিনা এ ব্যাপারে তদন্ত এখনো অব্যাহত আছে। সন্দেহের তালিকায় থাকা দু’একজন কর্মকর্তা ইতোমধ্যে বিদেশ যাওয়ার উদ্যোগ নিলেও তাদের যেতে দেয়া হয়নি।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার লোপাট হওয়া অর্থের মধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষ মাত্র দেড় কোটি ডলার ফেরত দিয়েছে এ পর্যন্ত। বাকি অর্থ ফেরত পাওয়া যাবে এমন আশাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

প্রিয় সংবাদ/মেহেদী/কামরুল