কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাবারগুলো দেখেই যেন জিভে জল চলে আসছে। ছবি: ইন্সটাগ্রাম

এক খাবার দিয়েই তারকা বনে গেলেন ষোল বছর বয়সী কিশোর!

বুশরা আমিন তুবা
ফিচার লেখক, প্রিয়.কম
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩১
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩১

(প্রিয়.কম) আপনি যদি এমন মতবাদ পোষণ করেন যে 'নিরামিষাশী' হওয়া মানেই ঘাস, লতা, পাতা খাওয়া এবং নিজেকে জগতের সকল সুস্বাদু খাবার থেকে বঞ্চিত করা, তবে আপনি বেশ বড়সড় ভুল করছেন!  ষোল বছর বয়সী ইন্সটাগ্রামার 'জস' রঙিন, বর্ণীল এবং পুরোপুরি ভেজিটেরিয়ান কিছু ব্রেকফাস্ট এবং মিষ্টি খাবার প্রস্তুত করে সমগ্র দেশজুড়ে একদম সাড়া জাগিয়ে ফেলেছেন।

ছেলেটি খুব সাধারণ স্মুদি বোল এবং চিজকেক অসাধারণ সাজে সাজিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে ইন্সটাগ্রামে। নিরামিষ এ খাবারগুলোর প্রত্যেকটি কামড়ই যেন মনে থাকে, সেজন্যে সে ওগুলোকে চমৎকারভাবে উপস্থাপন করছে। স্বাদ অতুলনীয় হবার পাশাপাশি খাবারগুলো অবশ্যই বেশ সুস্বাদু। 

যাহোক, খাবারগুলো দেখে মোটেই নিরামিষ মনে হচ্ছে না। দেখামাত্রই যেন জিভে জল চলে আসছে সবার। তবে আর দেরি কেন? চলুন দেখে আসি আমরাও। ছবিগুলো জসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত। 

রংবেরঙের বাহারি চিজকেক, ছবি: ইন্সটাগ্রাম 

প্যাস্টেল টোনের স্মুদি বোল, ছবি: ইন্সটাগ্রাম 

আইসক্রিম যে সবসময় চকলেটেরই হতে হবে এমন কোন কথা আছে? ছবি: ইন্সটাগ্রাম 

কি নাম দেওয়া যায় এ খাবারটির? ছবি: ইন্সটাগ্রাম 

আহ! গ্যালাক্সি আইসক্রিম, ছবি: ইন্সটাগ্রাম 

ব্লুবেরি পিনাট বার, ছবি: ইন্সটাগ্রাম 

সকালের নাস্তায় ফ্রুট টোস্ট! ছবি: ইন্সটাগ্রাম 

চিয়া বীজের অন্যরকম এক সংস্করণ, ছবি: ইন্সটাগ্রাম 

ব্লুবেরি চিজকেক, ছবি: ইন্সটাগ্রাম 

গ্যালাক্সি টোনড স্মুদি বোল, ছবি: ইন্সটাগ্রাম 

এ কি আইসক্রিম নাকি ফলের ঝুড়ি?, ছবি: ইন্সটাগ্রাম 

ফ্রুট স্মুদি, ছবি: ইন্সটাগ্রাম 

চিজকেক, ছবি: ইন্সটাগ্রাম 

নারকেলের খোলসে ব্লুবেরি যেন একটি ফুটন্ত ফুল, ছবি: ইন্সটাগ্রাম 

সবশেষে ফলের ঝুড়ি সাজাচ্ছেন জস নিজেই, ছবি: ইন্সটাগ্রাম 

সূত্র: BoredPanda 

সম্পাদনা : রুমানা বৈশাখী