কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিতে বাম থেকে রাধে মা, গুরমিত সিং রাম রহিম ও ধর্মগুরু রামপাল।

১৪ ‘ভন্ড বাবার’ তালিকা প্রকাশ, রয়েছে রাম রহিম

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬

(প্রিয়.কম) দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে স্বঘোষিত আধ্যাত্মিক ‘ধর্মগুরু’ গুরমিত সিং রাম রহিম গ্রেফতারের পর নড়চড়ে বসেছে বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলি। ১৪ জন ‘ভন্ড বাবার’ তালিকা প্রকাশ করেছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। সেই ‘ভন্ড বাবা’-র তালিকায় রয়েছে আসারাম, রাধে মা, নারায়ণ সাঁই, নির্মল বাবার মতো ব্যক্তিদের নাম। নাম রয়েছে রাম রহিমেরও।  

১০ সেপ্টেম্বর রোববার আখাড়া পরিষদের প্রেসিডেন্ট মোহন্ত নরেন্দ্র গিরি সংবাদমাধ্যমে বলেন, ভন্ড বাবাদের জেলে ঢোকানো উচিত। একইসঙ্গে তাদের সম্পত্তিও খতিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষকে সতর্ক করছি। এদের খপ্পরে পড়বেন না । এইসব বুজরুকদের বিবেক বলে কিছু নেই। তাদের সন্দেহজনক কাজকর্মের জন্যই সাধু সন্ন্যাসীদের এত দুর্নাম।’

আখড়ার ঘোষণা অনুযায়ী, এমন ‘ভন্ড-সাধু’র সংখ্যা আপাতত ১৪। 

ভণ্ড বাবার তালিকা

১। আশারাম বাপু

২। রাধে মা

৩। সচিদানন্দ গিরি ওরফে সচিন দত্ত

৪। গুরমিত সিং রাম রহিম

৫। ইচ্ছাধারী ভীমানন্দ

৬। মালখান সিং

৭। নারায়ণ সাই

৮। রামপাল

৯। আচার্য খুশমুনি

১০। স্বামী অসীমানন্দ

১১। বৃহস্পতি গিরি

১২। ওম নম শিবায় বাবা

১৩। নির্মল বাবা

১৪। ওম বাবা

পরিষদের এই তালিকা প্রকাশকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। কারণ, রাম রহিম কাণ্ডের পর এই স্বঘোষিত বাবাদের বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাতে, সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ হয়েছে বলে মনে করছে পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনর মতে, ‘‌সব সাধু সন্ন্যাসীরা একরকম হন না। এক–দু’‌জনের পাপের মাসুল দিতে হচ্ছে সকলকে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রিয় সংবাদ/কামরুল