কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অজিবেন সিদাবাই চন্দ্রবাদিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ভোটার তিনি!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১২:৪২
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১২:৪২

(প্রিয়.কম) ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে আলোচনায় এসেছেন এক নারী। অজিবেন সিদাবাই চন্দ্রবাদিয়া নামে ওই নারীর বয়স বর্তমানে ১২৬ বছর বলে জানা গেছে। তিনি এবারের বিধানসভা নির্বাচনে ভোট দেবেন। এই মুহূর্তে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ভোটার বলে জানা গেছে।

ভারতের সংবাদমাধ্যম আহমেদাবাদ মিররের এক প্রতিবেদন থেকে জানা গেছে, অজিবেনের এত বয়স হওয়ার পরও তার হাঁটা চলা করতে তেমন কোনো সমস্যা হয় না। তার চোখে কোনো চশমার প্রয়োজন হয় না। সব স্পষ্ট দেখতে পান। এছাড়া তিনি সুস্থ জীবন যাপন করছেন। তিনি এখন পর্যন্ত কোনো দিন হাসপাতালে যাননি। 

অজিবেনের পরিবার জানায়, গত বিধানসভা নির্বাচনেও ভোট দিতে গিয়েছিলেন তিনি। আর এবার অজিবেনসহ গোটা পরিবার এক সঙ্গে ভোট দিতে যাবেন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, অজিবেনের ৭ ছেলে মেয়ের মধ্যে ৬ জনই কন্যা। সব মিলিয়ে তার পরিবারের মোট সদস্য সংখ্যা ৬৫ জন। তাদের সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই তিনি জীবন যাপন করছেন।

ভিডিও:

প্রিয় সংবাদ/মিজান