কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টঙ্গীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

মো. কায়সার হামিদ
কন্ট্রিবিউটর, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৪
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৪

(প্রিয়.কম) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ১৯ নভেম্বর রোববার ভোররাত রাত আড়াইটার দিকে উপজেলার হাসাইল-বানারী বাজারের ব্যবসায়ী গণি খা’র দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ফাঁয়ার সার্ভিসের ইউনিট আসার আগে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রেণে আনে। এ ঘটনায় দুটি কাপড়ের দোকান, একটি ওষুধের দোকান, চারটি গোডাইন, তিনটি মুদি দোকানসহ মোট ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা বলে দাবি করছে ক্ষতিগ্রস্থরা।

টঙ্গীবাড়ি থানার উপ পরিদর্শক (এস.আই) মো. সেলিম মাহবুব জানান, রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হাসাইল-বানারী বাজারে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে। এতে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়।

এ ছাড়া অগ্নিকাণ্ডে আর কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রিয় সংবাদ/কামরুল