কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৫৫- 'আজই করুন'

বুশরা আমিন তুবা
ফিচার লেখক, প্রিয়.কম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৭
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৭

(প্রিয়.কম) প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে 'দ্য সিল্ক রোড পার্টনারশিপ' এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম,  'হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডুলিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং। এবং আমরা বইটি অনুবাদ করছি "সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চাশিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে।আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৫৫ নম্বর বিষয়টি সম্পর্কে। 

অনুশীলন ৫৫- 'আজই করুন'  

জমানো কাজ দেরি করে করা এবং হেলায় ফেলে রাখা সর্বাধিক বদ অভ্যাসগুলোর মধ্যে একটি। এটি সাফল্যের অন্যতম বাধা হিসেবে কাজ করে। আপনি যদি ব্যর্থ হয়েই আনন্দবোধ করেন, তবে যেটি আজকের কাজ সেটি কালকের জন্য ফেলে রাখুন।

বেশ কয়েকজন মানুষকেই আমি প্রশিক্ষণ দিয়েছি যারা কাজ ফেলে রাখার সমস্যায় ভুগছেন। তাদের সকলকেই আমি একই প্রশ্ন করি যে, 'এখন নয় কেন?' 'এখন না হলে আপনাকে কোন মূল্য পরিশোধ করতে হবে?' হাতের যে কাজগুলো জমানো আছে, তা এখনই শুরু করে দিন। এখনই যদি গুরুত্বপূর্ণ কাজগুলো করা শেষ না করেন তাহলে পরে যখন কাজের পাহাড় ভেঙ্গে পড়বে, তখন কী করবেন? এটি আপনার ঘরের কাজ, পড়াশোনা এবং অফিসের কাজ সকল ক্ষেত্রেই প্রযোজ্য।

* যথাযথ কথোপকথনের অভাবে একটি সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে

* আজই সুস্থ খাওয়াদাওয়ার অভ্যাস গড়ে না তুললে আপনি কাল অসুস্থ হয়ে যেতে পারেন। এটিই স্বাভাবিক নয় কী?

ক্রিস্টোফার পার্কার বেশ মজার একটা কথা বলেছেন যে, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা একটা ক্রেডিট কার্ডের মতন। খরচ করতে খুব আনন্দ হয় কিন্তু বিল পাওয়ার পর টনক নড়ে!

নিজের সঙ্গে সৎ থাকুন

নিজেকে প্রশ্ন করুন যে কোন ব্যাপারটা আপনাকে কাজ করা থেকে বিরত রাখছে?

* আপনার অলসতা কি আপনাকে আটকে রাখছে?

* আপনি কি যথেষ্ট অনুপ্রেরণা পাচ্ছেন না?

* কোন কাজ আগে করবেন সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাচ্ছেন না?

* আপনি কি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন?

ছোট ছোট পদক্ষেপ নিন

* আপনি ভয় পান এমন কোন কাজ দিয়েই শুরু করুন

* বড় একটি কাজকে ছোট ছোট কাজে ভাগ করুন

* কতোটুকু কাজ আজ শেষ করবেন ঠিক করুন

* একটি লক্ষ্য ঠিক করুন

* এবার কাজ শুরু করুন

যদি সন্দেহ হয়... 

যখনই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখার চিন্তা মাথায় আসবে তখন নিজেকে জিজ্ঞেস করুন, কোনটা খারাপ:

* শুরু করার ফলে যে দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে সেটির জন্য চিন্তিত আপনি?

* আপনি সম্মান, বিশ্বাস এসব ব্যাপারে চিন্তিত?

এটি কি সত্যিই প্রশংসনীয় কালকের জন্য কাজ ফেলে রাখা? এতোকিছু না ভেবে কাজ শুরু করে দিন। 

সম্পাদনা: রুমানা বৈশাখী